১৩ সেপ্টেম্বর থেকে কাবুলে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে পাকিস্তান

Originally published at: ১৩ সেপ্টেম্বর থেকে কাবুলে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে পাকিস্তান - British Bangla Travel

আগামী সপ্তাহ থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-কাবুল ফ্লাইট পুনরায় চালু করছে। শনিবার পিআইএর একজন মুখপাত্র এএফপি নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। গত আগস্টে তালেবানদের ক্ষমতা দখলের পর এটিই প্রথম বিদেশি বাণিজ্যিক পরিষেবা হতে যাচ্ছে।

পিআইএর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বলেন, ফ্লাইট পরিচালনার জন্য আমরা সব ধরনের প্রযুক্তিগত ছাড়পত্র পেয়েছি।
আমাদের প্রথম বাণিজ্যিক বিমান, ‘এয়ারবাস-এ৩২০’ আগামী ১৩ সেপ্টেম্বর ইসলামাবাদ থেকে কাবুল যাওয়ার কথা রয়েছে।

চাহিদা থাকলে নিয়মিত ফ্লাইট চলবে বলেও জানান এই মুখপাত্র।