Originally published at: ১ নভেম্বর ঢাকা থেকে ইজিপ্টএয়ারের ফ্লাইট শুরু - British Bangla Travel
মিসরীয় পতাকাবাহী প্রতিষ্ঠান ইজিপ্টএয়ার ১ নভেম্বর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি উভয় দেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে কায়রো-ঢাকা-কায়রো রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে।
বাংলাদেশে নিযুক্ত মিসরীয় রাষ্ট্রদূত হায়থাম ঘোবাশি শনিবার স্থানীয় একটি হোটেলে এক অনুষ্ঠানে বিষয়টি জানান।
তিনি বলেন, এটি অবশ্যই ব্যবসা বিনিময়, কার্গো, মিসরীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী এবং বহুমুখী মিসরীয় পর্যটন অন্বেষণ করতে আসা পর্যটকদের ওপর প্রভাব ফেলবে।
মিসরীয় দূতাবাস এখানে প্রথমবারের মতো বাংলাদেশ-মিসর বিমান যোগাযোগের ঘোষণা উদযাপনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।
মিসরের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা প্রাথমিকভাবে ঢাকা ও কায়রোর মধ্যে সপ্তাহে দুটি বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।