দেশে ফিরছেন কাবুলে আটকেপড়া ১৫ বাংলাদেশি

Originally published at: দেশে ফিরছেন কাবুলে আটকেপড়া ১৫ বাংলাদেশি - British Bangla Travel

আজ দেশে ফিরবেন আফগানিস্তানে আটকেপড়া ১৫ বাংলাদেশি নাগরিক। কাবুল থেকে গিয়ে বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন তারা।

আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম জানিয়েছেন দোহা থেকে মঙ্গলবার (৩১ আগস্ট) তারা দেশে ফিরবেন।

এর আগে শুক্রবার মার্কিন বাহিনীর সহায়তায় দোহায় পৌঁছান আফগান ওয়্যারলেসে কর্মরত ছয় বাংলাদেশি।
শনিবার পৌঁছান আরও ছয়জন। তারও আগে দোহায় পৌঁছেছিলেন আরও তিন জন।
সব মিলিয়ে কাবুল থেকে যাওয়া ১৫ বাংলাদেশি বর্তমানে দোহায় অবস্থান করছেন।