Originally published at: মাঝ-আকাশে উত্তেজনা, কাবুল ছাড়ল এয়ার ইন্ডিয়ার শেষ বিমান - British Bangla Travel
চূড়ান্ত উত্তেজনার মধ্যেদিয়ে কাবুল থেকে১২৯ জন যাত্রী নিয়ে উড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। সবকিছু ঠিকঠাক চললে বিমানটির দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সময় লাগবে ঘণ্টা আড়াই।
যাত্রীদের যাবতীয় বিষয় খুঁটিয়ে দেখা হয়েছে কাবুল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ওঠার আগে।তালেবান রাজধানী কাবুলকে কার্যত ঘিরে ফেলেছে। সাহায্যের জন্য কাবুল এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে কেউ ছিলেন না।
প্রায় এক ঘণ্টা সেই পরিস্থিতিতে আকাশে চক্কর কাটে বিমানটি। যাতে উড়ানটিকে নিশানা না করা হয়, সেজন্য একটা সময় র্যাডারও বন্ধ করে দেন পাইলট।
শেষপর্যন্ত নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর কাবুল বিমানবন্দরে অবতরণ করে বিমানটি । আপাতত বিমানটি কাবুল বিমানবন্দরেই আছে। মাঝ-আকাশে চক্কর কাটায় বিমানে আরও তেল ভরতে হয়।